বাঘের এই বুনো মাসি ওয়াব হলো আমাদের অতি পরিচিত বনবিড়াল। বনবিলাই, জংলি বিড়াল বা গাড়া নামেও পরিচিত। ইংরেজি নাম Jungle Cat, Swamp Cat, Small Asiatic Wild Cat বা Reed Cat. Felidae পরিবারের এই স্তন্যপায়ী প্রাণীটির বৈজ্ঞানিক নাম Felis chaus.
ওয়াব দেখতে অনেকটা পোষা বিড়ালের মতো হলেও আকারে প্রায় দ্বিগুণ। দৈর্ঘ্য ৫০-৯৪ সেন্টিমিটার, লেজ ২০-৩১ সেন্টিমিটার ও উচ্চতা ৩৬-৪০ সেন্টিমিটার। দেহের রং ধূসর-বাদামি বা ধূসর-হলুদ। দেহে কোনো ডোরা নেই। লেজে কতকগুলো কালো বলয় রয়েছে। বাচ্চাদের রং ধূসর, গায়ে কালো দাগ আছে, যা বয়সের সঙ্গে মিলিয়ে যায়।
ওয়াব সব ধরনের বন, গ্রামের ঝোপঝাড়, বাঁশবাগান, পানের বরজ প্রভৃতিতে বাস করে। এরা নিশাচর, তবে ভোর ও সন্ধ্যায় বেশ সক্রিয় থাকে। একাকী শিকার করে। ইঁদুর, পাখি, সাপ, ব্যাঙ, পোকামাকড় ইত্যাদি খায়। সুযোগ পেলে হাঁস-মুরগি-কবুতর শিকারের লোভ সামলাতে পারে না। এরা খুবই সাহসী। নিঃশব্দে চলার ক্ষেত্রে জুড়ি মেলা ভার। তুখোড় শিকারি প্রাণীটি এখনো সারা দেশেই কমবেশি আছে। তবে আবাস এলাকা ধ্বংস, শিকার প্রভৃতি কারণে দিনে দিনে সংখ্যা কমে আসায় বর্তমানে এরা ‘প্রায় সংকটাপন্ন’ (Near Threatened) বলে বিবেচিত।
বছরে সচরাচর দুবার বাচ্চা দেয়। ৬৩-৬৬ দিন গর্ভধারণের পর তিন-পাঁচটি বাচ্চা প্রসব করে। প্রায় ১১ মাসে বয়ঃপ্রাপ্ত হয়। আয়ুষ্কাল ১০-১২ বছর।