অত্যাচার কি জিনিস তা জানতে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের একদল শিক্ষার্থী স্বেচ্ছায় পিপার স্প্রে মুখে ছিটিয়েছে।
বারবারটন হাই স্কুলের অপরাধমূলক বিজ্ঞান প্রযুক্তি ক্লাশে এই অভিজ্ঞতা শিক্ষার্থীরা স্বেচ্ছায় নেয়। সেই মুহুর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে মুহুর্তেই তা ভাইরাল হয়।
ভিডিও ক্লিপটিতে দেখা যায়, স্কুলের ১৪ জন শিক্ষার্থী স্কুল ভবনের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। স্কুলের এক কর্মী তাদের মুখে বিষাক্ত পিপার স্প্রে ছিটিয়ে দিচ্ছেন।
শিক্ষার্থীরা প্রথমদিকে একে মজা হিসেবেই নিয়েছিল। কেননা, পিপার স্প্রে নেয়ার সময়ে কেউ কেউ হাসছিল পর্যন্ত। কিন্তু একসময় বেদনার মাত্রা বাড়তে থাকে। প্রথমে সহ্য করার চেষ্টা করলেও একসময় সবাই হাল ছেড়ে দেয়।
অবশ্য সেই ক্লাশের শিক্ষকও তাদের পরামর্শ দিচ্ছিলেন সহ্য না করে যন্ত্রণা প্রকাশের। কিছুক্ষণের মধ্যেই পিপার স্প্রে যে কি মারাত্মক জিনিস সবারই তা বোঝা হয়ে যায়।
শিক্ষার্থীরা স্বেচ্ছায় অত্যাচারিত হতে চাইলেও স্কুল কর্তৃপক্ষ কিন্তু বিষয়টিকে ছেলেখেলা হিসেবে নেয়নি। পিপার স্প্রে দেয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সাবেক পুলিশ প্রধান, অপরাধ বিশেষজ্ঞ, চিকিৎসকসহ বিশেষজ্ঞদের অনেকেই।