আমরা চোখ দিয়ে যা দেখি তা আগে মস্তিস্কে পৌঁছায় এবং বার্তা দেয়। কখনও কখনও মস্তিস্ক কিন্তু সঠিক বার্তা দেয় না। ফলে সঠিক বার্তা পেতে দু’বার তা দেখার প্রয়োজন হয়। সেই রকমই কিছু ছবি রয়েছে যা প্রথম দেখায় আপনাকে অন্য বার্তা দেবে। কিন্তু পুনরায় দেখলে সঠিক চিত্রটা পরিস্কার হবে। তেমনই কিছু ছবি নিয়ে এবারের আয়োজন।
১. সুন্দর ভঙ্গীতে দাঁড়িয়ে ছবি তুলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ছবিটি এমনভাবে তোলা হয়েছে যে, প্রথম দেখাতে যে কেউ খারাপ কিছু ভাবতে বাধ্য।
২. পা আর হাত যেন একসঙ্গে মিলে গেছে। প্রথম দেখাতে এমনটাই মনে হতে পারে কিন্তু বাস্তব চিত্র একেবারেই স্বাভাবিক।
৩. সমুদ্র সৈকতে তোলা ছবিতে বাপ-বেটাকে আলাদা করতে আপনাকে কিছুটা হলেও বেগ পেতে হবে।
৪. প্রথম দেখায় ছবিটি ভৌতিক মনে হলেও আসলে তা নয়। আসলে ওই নারীর শর্টস মেঝের মোজাইকের সঙ্গে এমনভাবে মিলে গেছে যে মনে হচ্ছে তার কোনো পা নেই।
৫. ছবিতে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু পোশাকের রং বিভ্রাটের কারণে কেমন যেন ভৌতিক আবহ তৈরি হয়েছে ছবিটিতে।
৬. প্রথম দেখায় যাই ভাবুন। আসল ব্যাপারটা বুঝতে দয়া করে আবারও দেখুন!
৭. পাখির কাছে মানুষটি কত ছোট। আসলেই কি তাই?
৮. ঘোড়াটির মুখের ভেতর কি তবে আরেকটি ঘোড়া? নাকি পেছনে থাকা ঘোড়াটির কিছু অংশ ধরা পড়েছে ছবিতে?
৯. এক জিরাফের দুই গলা! আসলেই কি তাই?
১০. ছবিটা বুঝতে নিশ্চিত দু’বার দেখতে হবে।